সর্বত্র সবাই লিখেছে এক ভুল বয়ান।
বাইশে শ্রাবণ নাকি রবি ঠাকুরের মহাপ্রয়ান?
যার কথা কবিতা গান আজও অন্তহীন।
সকল হিয়ায় তিনি তো চির অম্লান,চির নবীন।
মুখরিত হয় দিবস রজনী যার বিবিধ গান।
বিশ্ব হৃদয়ে তিনি আজও চিরক্ষয় চির অম্লান।
বিপদে যিনি ফেরায় মোদের সাহস ফেরায় সম্বিত।
দেশে দেশে আজও ধ্বনিত যার জাতীর সঙ্গীত।
দুঃখের পরম আশ্র‍য় যিনি নিশি দিন।
তিনি তো আজও মৃত্যুঞ্জয় আজও মৃত্যুহীন।
মুক্ত করেন যিনি মোদের সকল দীনতা,সর্ব হীনতা সকল ভয়।
প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি বিশ্বাসে প্রতিটি সূর্যোদয়ে যেন তারই আভাস রয়।


শুনেছি মৃতের হয়না কোনো শত্রু থাকেনা প্রতিদ্বন্দ্বী।
তিনি তো অম্লান তাই আজও চলে তাকে নিয়ে কত শত অহেতুক ফন্দি।
কারও কাছে আজও বুর্জোয়া তিনি,কারো কাছে বড্ড বেশী সেকেলে।
অথচ তারাও শোনে তোমার গান মনে বিষাদ এলে।
আজও যারা রবি ব্যতী রেখে আধুনিকতার প্রত্যাশী। দিনের শেষে রবি ঠাকুর তাদেরও অপরিমেয় শান্তি, অসীম এক স্বস্তি।
তাই এই শ্রাবণ নয় কোনো অশ্রুপাত,নয় কোনো অভিসম্পাত।
প্রতিটি বাইশ নিয়ে আসে নব আলোকের উৎসব আর মিলনের নব উচ্ছ্বাস।