বৃষ্টিতে ভিজছে আমার কবিতার খাতা।
তুফানটা বাইরে বইছে।
ভেতরে স্মৃতির কোলাজ শুকনো গোলাপ
জল পেয়েছে আজ।
পেয়েছে আলো সাথে উত্তাপ,
অবচেতনে অঙ্কুরোদগম হয়েছে তার।
এসেছে গোলাপ কুঁড়ি নবজাতকের বেশে
অসমাপ্ত জীবন কে ভালোবেসে।
আগুনের মত উত্তপ্ত বৃষ্টির ছটা
ভিজিয়ে দিয়েছে জীবনের নক্সীকাঁথা।
ভেসে গেছে কবিতার সবুজ ডায়েরী
খরকুটোর মতন প্রবল বন্যায়।


ঘুমের ঘোরে কাঠবিড়ালির লেজ ধরে
পৌঁছে গিয়েছিলাম পিরামিডের দেশে।
সেখানে দেখেছি ঘুমিয়ে আছে ফ্যারাও
সমস্ত তেজ দম্ভ গেছে মিশে ইঁদুরের আলপনায়।
তারপর নীলনদ ঘুরে অলস দুপুরে পরিযায়ী
পাখিদের মতন মিশে গেছি অলীক কল্পনায়।
ফিরে আসা হয়নি আর ভেসে গেছে জীবন
অলিখিত গদ্য কবিতার মতন শুধুই জল্পনায়।
বৃষ্টিতে এখনও ভিজছে আমার কবিতার খাতা।
তুফান টা বাইরে বইছে...