যদি হয় শারীরিক বা মানসিক সমস্যা
করাতে হবে তবে সঠিক চিকিৎসা।
বিবিধ চিকিৎসা পদ্ধতির নানাবিধ যুক্তি
কোন পথে গেলে পাবেন সঠিক মুক্তি।
আসুন জানি তবে সেই সকল নিরামক পদ্ধতি
যাহাতে রোগ নিবারিত হচ্ছে যথারীতি।


চিকিৎসা পদ্ধতি হয় বহু প্রকার
প্রত্যেকেরই রয়েছে নিজস্ব আধার।
এলোপ্যাথি মানে জীবাণু তত্ত্ব
হোমিওপ্যাথি বলে ভাইটাল ফোর্সেই সব রপ্ত।
ন্যাচারোপ্যাথি বলে পঞ্চভূতে বার করুন টক্সিন।
আয়ুর্বেদ বলে বায়ু,পিত্ত,কফ দেখে নিন।
যদি ভেঙে পরে মন ও মানসিক স্বাস্থ্য
মনোবিদ্যা তাহাতে সিদ্ধহস্ত।
যোগা বলে রোগের কারন হল চক্রস্থ গ্রন্থি
তবুও সকল রোগের আছে পরিপন্থী।
জরা,মৃত্যু,ব্যধি ত্রিবিধ আছেও যদি
তবুও থাকতে সুস্থ, সুন্দর ও পরিপাটি
শরীরের যত্ন নিয়ে বাড়ান ইমিউনিটি।
সাথে যত্ন নিন নিজের মনের
দেশ,দশ, পরিবার ও আপন জনের।
সর্বোপরি রাখতে সুস্থ শরীর সতেজ মন
সঠিক চিকিৎসা পদ্ধতির খুব প্রয়োজন।