ডাক্তার বাংলা প্রতিশব্দ যার চিকিৎসক
সমাজে যাদের প্রয়োজনীয়তা অত্যাবশ্যক।
ঈশ্বরের পরেই যাদের মোরা দিয়েছি স্থান
করিও না কভু তাদের অবমাননা করিও না অসন্মান।
সামাজে ডাক্তার আছেন বহু প্রকার
কেউবা কসাই কেউবা করেন পরোপকার।
বহু আশা,প্রত্যাশা,বহু জীবন ডাক্তারেরই দান
করোনার মৃত্যুমিছিলে মানুষ দেখেছিল ডাক্তারী সংগ্রাম।
ডাক্তার মানে সেবাপরায়নতা,মানবসেবায় আত্মনিয়োগ
ডাক্তার মানে সুস্থতা,জটিল কঠিন রোগের বিয়োগ।
তরুন যারা,নবীন যারা শিখছেন ডাক্তারি
মনে রাখবেন অর্থ নয় জীবন বাঁচানোটাই জরুরী।
ডাক্তার হয়ে তাই রাখুন মানবতা রাখুন অবদান।
মানব হৃদয়ে তবেই পাবেন চিরস্বরণীয় স্থান।