পথের ধারে বেওয়ারিশ লাশ
ধর্ষক আজ বেকসুর খালাস।
সমাজ জুড়ে আজ নিরন্ন মুখ  
ঈশ্বরের নিমিত্তে নৈবেদ্য সুখ।
খেত জুড়ে  সোনালী ধান
কৃষক শ্রেনীর নেই সম্মান ।
শিল্পায়ন আর উন্নয়ন
উঠছে ইমারত বৃক্ষ নিধন।
দেশ জুড়ে  শিক্ষিত বেকার
কেউ বা মুটে কেউ বা হকার।
প্রতিবাদ আজ বড় অপরাধ
ধর্মীয় বিবাদ  অভিসম্পাত।
অবরুদ্ধ আজ বাক স্বাধীনতা
শত ছিন্ন পৃথিবীর  মানচিত্রটা।
তবুও স্বপ্ন দুচোখ জুড়ে
আসবে সুদিন সকলের তরে।
ঘুচবে বিবাদ অসম্প্রীতি
মিলবে আজান শাক্তগীতি।
সৌভ্রাতৃত্ব আর প্রেম প্রীতি
মানবতাই হবে ধর্মনীতি।