গুরু পূর্নিমাতে জানাই গুরুদের প্রণাম
যাদের সুশিক্ষায় মোরা জীবন গড়লাম।
শিক্ষা,কর্ম,ধর্ম ক্ষেত্রে আছেন গুরু যত
ব্রহ্মা,মহেশ্বরের প্রতিরূপে কল্পিত।
পিতা মাতাই পরম গুরু
শিখন পর্ব সেথায় শুরু


পুরান মতে আদিগুরু ভোলা মহেশ্বর
বেদের শিক্ষার ভরিয়েছেন সপ্তর্ষির অন্তর।
একলব্যের গুরুদক্ষিণা সর্বজন সুবিদিত
অর্জুনেরও গুরুভক্তি  বিশ্ববন্দিত।
দৈত্য গুরু শুক্রাচার্য,দেব গুরু সেথায় বৃহস্পতি
সুরাসুরে সব খানেই গুরুদেবের স্তুতি।
গুরু পূর্নিমাতে জনম লন মহর্ষি বেদব্যাস
পৌরাণিক গুরু কথার নেই তো অবশেষ।


হিন্দু, মুসলিম,খ্রীষ্ট,জৈন,শিখ বা বৌদ্ধ
গুরুভক্তির উদাহরণ সর্বত্রই পরিব্যপ্ত।
গুরু জ্ঞান গুরুই ধ্যান গুরু ভগবান
গুরু শান্তি, গুরু প্রাপ্তি গুরুই পরিত্রান।
গুরু শক্তি,গুরু মুক্তি গুরুই সমাধান
মনন,চিন্তন,আত্মজাগরন সবই গুরুর অবদান।
তাই রেখে মান কর সৎ গুরুর জয়গান।
সব গুরুদের শ্রদ্ধা জ্ঞাপনে বিনম্র প্রণাম।