জগৎ দুঃখময় যার মূলে রয়েছে পঞ্চক্লেশ
অবিদ্যা,অস্মিতা, রাগ,দ্বেষ এবং অভিনিবেশ।


প্রথম ক্লেশ 'অবিদ্যা' যার অর্থ অজ্ঞতা
অনিত্যতে সত্যান্বেষণের তীব্র ব্যকুলতা।


মোহাচ্ছন্ন দ্বিতীয় ক্লেশ নাম 'অস্মিতা'
আত্ম অহংকারের বশে কেবলই নিঃসঙ্গতা।


সুখের অন্বেষণে উৎপন্ন 'রাগ' এক সুতীব্র আসক্তি
ক্রোধের বশে উৎপন্ন 'দ্বেষ' চরম দুঃখানুভূতি।


সর্বশেষ ক্লেশ অভিনিবেশ হল মৃত্যুভয়
যাহা সকল চিত্তে নিভৃতে সহজাত ভাবেই রয়।


করিতে জয় পাতঞ্জল বর্নিত পঞ্চক্লেশ
শান্ত চিত্তে যোগাভ্যাসে করুন মনোনিবেশ।