শুনেছ কি ভূতেদের ভয়ানক গল্প?
সে নয় সীমিত নয় সে যে অল্প।
আছে ভূত রকমারী সেটা জানা দরকারী।
অযথা না করে দেরী জেনে নিন তাড়াতাড়ি
আছে ভূত বিবিধ আছে অনেক রকম।
কাউকে ঘার মচ্‌কেছে কাউকে বা করেছে জখম।
ব্রহ্মদৈত্য হয় পুজারী ব্রাহ্মণ মরলে
পাবেনা রেহাই সেই ভূত একবার ধরলে।
আর আছে গাছে চড়া ভয়ানক শাঁকচুন্নী
কাঁচা মাছ পেলেই, হয় সে খুব ধন্যি।
মামদো ভূতেদের হয় নাকি খুব তেজ
শুনেছি তাদের আবার পশ্চাতে আছে লেজ।
এছাড়াও আছে ভয়ানক শেওড়ার পেত্নী
একা পেলেই বানবে তোমাদের চাটনী।
আর এক গেছোভূত নাম তার একানড়ী
তাল,নিম গাছেতে আছে তার ঘোরাঘুরি।
মাছ প্রিয় মেছোভূত মাছ নিয়ে দেবে ছুট।
যদি নিশিতে বাঁশ বাগানে দাও হাটা
সেখানেতে রয়েছে ভয়ানক স্কন্ধ কাটা।
আর আছে ডাইনি হাতে নিয়ে ঝাটা
ভয়েতে যেন বেড়িয়ে না আসে হৃৎপিণ্ডটা।
মাঝ রাতে ডাকে ভূত নাম তার নিশি
ভয়েছে বিছানায় কেউ করে দিওনা হিসি।
বাঘের আক্রমনে মারা যান যিনি
শুনেছি বেঘোভূত হয়ে ঘোরেন তিনি।
ধরে যদি মনভোলা ধরে যদি পিশাচ।
না জেনে করবে সবাই উপহাস।
জেনে গেলে ডাক পরে তান্ত্রিক ওঝাতে
আসলে রয়েছে ভূত তোমারই অব চেতনাতে।
এছাড়াও ভূত আছে অদ্ভুত কিম্ভূত  
সব থেকে ভয়ানক তোমারই মনের ভূত।