রঙ বদল
শূন্য হয়েছে কত মায়ের কোল।
রক্ত আবিরে খেলেছে দোল
বদলাচ্ছে পরিচিত মুখের আদল।


রঙ বদল
প্রত্যহ মানুষ বদলায় রঙ।
গিরিগিটী সম সাজে সঙ
আত্মসুখে নির্লিপ্তে কাটায় জীবন।


রঙ বদল
সত্যের রঙ ভালোবাসেন যারা।
তারাই আজ গৃহহারা ছন্নছাড়া
জীবনান্বষনে দিশেহারা।


রঙ বদল
বহুরূপীতার অন্তরালে।
মুখ ঢেকেছে মুখোসের আড়ালে
ভিড়ছে মানুষ সেখায় দলে দলে।


রঙ বদল
শিক্ষা হোক বা ধর্মীয় অভিসম্পাত
ঘুছে যাক সকল তুচ্ছ বিবাদ।
বর্ন বৈষম্য, জাতপাত
এক স্রোতে সব মিশে যাক।


রঙ বদল
বুকে নিয়ে চল শত আঘাত
এগিয়ে চল যেন বীর সুভাষ।
রক্তে আনো কালমার্ক্স
ছিনিয়ে আনো জয়োল্লাস।


রঙ বদল
রক্তের রঙ হয় যেন লাল
হোক না যত রঙ বদল
বদলায় না যেন চরিত্রটা
বদলে ফেলোনা মুখের আদল
রঙ বদল...