কী হতে চাও,বল আমায় ওহে কবি?
আজ শুনব অধীর আগ্রহে তোমার বচন।
          না না বলতে পারব না, তুমি রাগ করবে।
কী যে বলনা তুমি!
ঐ মায়াময় চেহারায় কি রাগ করা যায়?
কি চাও,বলনা আমায়?
         হতে চাই দখিনা সমীরণ
         তোমার দীঘল কালো চুলের তৃপ্তিময়      
         সুগন্ধ।
পাগল আছ তুমি, হয়ে কী লাভ?
          কোনো লাভ নেই, আছে
          আত্মতৃপ্তি।
কী হতে চাও, ও হে বল আমায়?
          আমি তোমার গলার হার হতে
          চাই
          হতে ইচ্ছে করে বক্ষের সম্ভ্রম
          ঐ আলতা রাঙানো পায়ের মল
          লেপ্টে থাকতে ইচ্ছে করে     কোমড়ের বিছা
          হয়ে।
মৌন থাক! এসব শোনা যে পাপ
কী হয়েছে তোমার আজ এত চঞ্চল কেন তুমি?
অসীম ধৈর্য নিয়ে বসেছি,শুনব আজ সব কথা তোমার।
বল,আর কি চাও?
          হতে চাই তোমার পড়নের বসন
          উষ্ণ কোমড়ের আলিঙ্গন।
ওহে পুরুষ শরম নাইরে, যাও গাঙ্গের জলে ডুইব্বা মর!
একি তোমায় দেখতে পাইনা কেন, কোথায় তুমি!


           হা হা হা....আমিতো তোমার সামনেই আছি
           শরীর নেই অতৃপ্ত আত্মা।
           ভয় পেওনা, ঠাট্টা করছিলাম।
           আমার বেশি কিছু চাওয়া নেই।
        শুধু চাই ঐ সুন্দর মুখে টোল পড়া
         গালের হাসি।