হে মানবী, কে তুমি?
কেন তোমায় এত পড়ে মনে?
তোমারে ভাবিয়া ভাবিয়া আমার দিনাতিপাত ঘটে।
আমার স্বপনের পুরোটা জুরেই শুধু তুমি।


তুমি কি দেবী?
কেন করছো এত ছলনা!
তোমারে দেখিবার লাগি এই মনোপ্রাণ চঞ্চলাময়।


আমার হৃদয় সিংহাসনে তুমিই রাধিকা।
এই বংশীর লহরী শুধুই তোমাকে ডেকে ফেরে
শুনিতে কি পাওনা সখার করুণ বাঁশরীর তান!


আসলে কে তুমি?
শুনিতে ব্যাকুল তোমার সুকণ্ঠের ধ্বনি।


এই শুনো, বাঁধাই করে দিয়েছি পুষ্করিণীর ঘাট।
তোমার আলতা রাঙানো পায়ে যেন ছুঁতে না পারে পঙ্কিল।
আসোনা কেন - দেখা দাও ওগো সখী।