কাঁটাতার জুড়ে বিষ পিঁপড়া সারি সারি
ঘন কালো মেঘ জমে আকাশ হয়েছে ভারী।
টিনের চালে বর্ষার শব্দে খুলে যায় চোখের ভাঁজ
শীত শীত হাওয়া কানে এসে বলে ভেঙ্গে ফেল সব লাজ।
পুকুরের পাড়ে আজ তাই পেতেছি গভীর ফাঁদ
কিছু কুনোব্যাঙ যেথায় করে অবিরত উৎপাত।
আমি দেখি বৃষ্টি ভেজা কৃষ্ণচূড়ায় রঙ্গীন দিনের গান
তুমি কুনোব্যাঙ, খোঁজো লাজ ভাঙ্গা সাঁজে হারিয়ে ফেলা কিছুক্ষন।