অন্তত, আর একবার তার সাথে দেখা হোক।


তার সাথে দেখা হোক
আমার সব অসমাপ্ত গল্পের জন্য;
তার সাথে দেখা হোক
আমার দিকে আড়চোখে একবার তাকানোর জন্য;
তার সাথে দেখা হোক
আমার চোখে অপলক তাকিয়ে থাকার জন্য;
তার সাথে দেখা হোক
আমায় দেখে আচমকা মুখ ভেংচানোর জন্য;
তার সাথে দেখা হোক
তার সাথে থাকা সেই পুরুষ গুলোর জন্য;
তার সাথে দেখা হোক
মেলার ভীড়ে আমায় একবার ইশারায় ডাকার জন্য;
তার সাথে দেখা হোক
তার ছোড়া সেই চিরকুটের জন্য
হারিয়ে ফেলেছি যা পৌষের মেলায় অবলীলায়;
তার সাথে দেখা হোক
ভাঙ্গা মেলায় বিদায় বেলায় বার বার পিছে ফিরে তাকাবার জন্য।


নিদেনপক্ষে, অন্তত একবার দেখা হোক সেই কালো মেয়ের সাথে।


অন্তত একবার
তার সাথে পাশাপাশি হাটতে চাই--
বৃষ্টিতে ভিজতে চাই কিছুটা পথ।
অন্তত একবার
আমার জানালার কাঁচ ভেদ করে রোদ্দুর আসুক
দিনময় কোন দোয়েলের শীষ বাজুক।
অন্তত একবার
সে আসুক রোদ মাখা কোন কুয়াশার সকালে
মেলার ভীড়ে, হঠাৎ কোন পৌষের বিকালে।
অন্তত আর একবার দেখতে চাই--
তার কালো চোখের শূন্য দৃষ্টির গভীরে লুকিয়ে থাকা পৃথিবীর বিশুদ্ধ প্রেম;
কপালের রক্ত জবার আঁচড়।


সেই যে দেখা হলো ভাঙ্গা পৌষের মেলায় তার সাথে
তার পর কেটে গেছে কয়েক লক্ষ বছর;
কত্ত রাত্রির খেলেছে তার আঁধার নিয়ে,
কত নদী মাতাল হয়েছে ভরা পূর্ণিমায় চাঁদের মিথ্যে প্রেমে,
দিক হারা কত নাবিকও পেয়েছে নতুন ঘর,
তবু দেখা পাই না তার, দেখা পাইনি সেই কালো মেয়ের,
দেখা হয়নি তার দীঘল চুলের বেনী, কাজল আঁকা চোখ।


আরো কয়েক লক্ষ বছর আমি অপেক্ষায় থাকবো
তবু সে আসুক, তবু দেখা পাই সেই কালো মেয়ের;


              কি ছিলো তার ছোড়া চিরকুটে?


আরো কয়েক লক্ষ বছর আমি অপেক্ষায় থাকবো
                                                সেই কালো মেয়ের;
আরো কয়েক লক্ষ বছর আমি অপেক্ষায় থাকবো
            চিরকুটের হারিয়ে যওয়া শব্দমালার জন্য।


বিপ্লব কুন্ডু
২০২০০৯২৫।