সন্ধ্যা ঘনিয়ে আসছে
প্রস্তুত হও মানুষ, পাহারা বসাও
দূর থেকে ভেসে আসছে সদ্য ভূমিষ্ট কন্যা শিশুর ক্রন্দন
                                                   শঙ্কায় জাগছে শিহরণ;
এ রাত ঘুমাবার নই।


জেগে থাকো মানুষ, পাহারা বসাও
জেগে থাকো পিতা, জেগে থাকো স্বামী
            জেগে থাকো ভ্রাতা;
এ রাত ঘুমাবার নই।


এই জনপদের অলি-গলি-পথে-প্রান্তরে ওৎ পেতে আছে কামার্ত কুকুরের দল;
পৌরুষের পাশবিক বর্বরতায় ভয়ার্ত নিঃসাড় নারী, অবুঝ শিশু।


সাবধান হও নারী, প্রতিরোধী হও
ঘুনে ধরে গেছে এই রাষ্ট্রযন্ত্র
নৈতিক পতনে অবক্ষয়ে যাচ্ছে দেশ
                                        মুক্তি নাই;
প্রহসন! প্রহসন! শুধু প্রহসন।


জেগে ওঠো সব সান্ত্রীরা
লুট হয়ে যাচ্ছে শিশু, লুট হয়ে যাচ্ছে নারী
মাংসের গন্ধে মাতাল বুনো হায়েনার দল
জেগে থাকো মানুষ, জেগে থাকো পিতা, জেগে থাকো স্বামী
এ রাত ঘুমাবার নই।


এই উপত্যকায় আজও নিরাপদ নয় নারী
বীরাঙ্গনার স্বাধীন ভূমিতে মুক্তি মেলেনি আজও।
এখনও ধর্ষিত হয় শিশু, ধর্ষিত হয় ভার্যা
এখনও ধর্ষিত হয় মেয়ে, ধর্ষিত হয় মা
এখানে রক্তাক্ত হয় আজও বিধবার সাদা শাড়ী।


                      ঘুম ভাঙ্গো আইন
            আরো কঠোর হও, অবিচল হও;
  হে স্বদেশ ভূমি, আর কতো কলঙ্ক কুড়াবে তুমি!!
আর কতো অভিশাপ নেবে ধর্ষিতার নীরব কান্নার!!


বিপ্লব কুন্ডু
২০২০১০০১।