প্রতি রাতে তুমি চিঠি লেখো আমি জানি
হয়তো জোয়ার না হয় ভাটার গ্লানি;
চোখের  কাজলে লেখা  কাগজের পাতা
জমিয়ে রাখো অভিমানী সব কথা।


বেদুইন রাতে  শব্দের হাহাকার
বিষাদের কাব্য ফুঁড়ে সহসাই ওঠে জেগে
পুরোনো সব নির্বোধ অধিকার।


শেষ রাত্রিরে ডাকবক্স খুলে দেখি
শূন্য  সেথায়  পড়ে  আছে এক  গোলাপ;
পাপড়ি ঝরা শীর্ণ দেহে কোরছে একই সে প্রলাপ;
চলো ভালোবাসি চলো ভালোবাসি প্রিয়; অভিমান ভুলে
                    একবার খুলে দেখি।


বিপ্লব কুন্ডু
২০২০০৯১8।