পুটু দা পেশাতে ছা-পোষা কেরানি
প্রতি বেলা দুপুরে খায় শুধু বিরিয়ানি;
সাথে আরো থাকা চায় জর্দা বোরহানি
  খেয়ে দেয়ে চায় তার একটু জিরানি।


চেহারায় পরিপাটি ব্যবহারে আমলা
ক্ষেপে যায় কেউ তারে কয় যদি কামলা;
যাওয়া আসা রোজ তার পারসোনাল গাড়িতে
বসবাস গুলশানে আলিশান বাড়িতে।


   জমি-জমা আছে ঢের হিসেবের বাইরে
সব কিছু থেকেও যে তার নামে নাই রে;
    এই নিয়ে রাত দিন করে শুধু টেনশন
ধরা যদি খায় তবে ঠেকে যাবে পেনশন।


পুটু দা ছাড়া কিছু বোঝে না বসে'রা
কাজে পটু পুটু দা'র নানা ভং চেহারা;
টেবিলের ড্রয়ারে ফাইল সব বন্দি
বসেদের সাথে আছে ঠিক-ঠাক সন্ধি;
বাহাতের খেলাতে নাই তার সীমানা
                      নাই কোনো গন্ডি
এভাবেই পুটু দা'রা হয় অপ্রতিদ্বন্দ্বী ।


         সুন্দরি বউ তার দামি শাড়ি গয়না
ছেলে-পুলে পোশাকে ও কম কিছু যায় না;
    ফি-বছর একবার শপিংয়ে যাওয়া চায়
   দাদাদের দেশ পাশে চিন্তার লেশ নাই।


পুটু দা'রা যুগে যুগে হয় কেন তৈরী?
আড়ালেতে থাকে কে হলে দিন বৈরী?
ভেবে দেখো জনতা কারা মূল কারিগর?
পুটু দা'রা হয় কেন বেপরোয়া বারবার?


                          যাই বলি তাই বলি-
পুটু দা'রাই দিন শেষে শেষ হাসি হেসে যায়
                আরো বলি শোন ভাই-
এ দেশের জনতা পুটু দা'ই হতে চায়।


হবে নাকি পুটু দা? হবে নাকি কেরানি?
বাড়ি হবে, গাড়ি হবে, খাবে রোজ বিরিয়ানি।


বিপ্লব কুন্ডু
২০২০০৮৩১।