ঐন্দ্রজালিকা
     বিপ্লব দাস


তোমার সঙ্গে যত রজনী কেটেছে আমার–
ততই মনে সাহসিকতা, তেজ বেড়েই চলেছে।
ধূসরবর্ণগ্রস্থ মনে যত পান্ডুলিপি হয়েছে,
তাও ঔজ্জ্বল্য এক একটা গীতিকাব্য
                      আমার অনাবৃত্ত জীবনে।।
উন্মত্ত হয়েছি অজানা রঙে–
কবে, কখন, তার সূত্রপাত?
                        তা অজানা
তবুও তোমার প্রেমের স্বরলিপি
                    এক একটা অক্ষর–
আমার হৃদপিন্ডের বাড়া– কমার ঢেউ জানে।


তুমি ঐন্দ্রজালিকা
যে বিদ্যা পৃথিবীর কোন প্রান্ত
                     দেয় নি আমায়
    তা দিয়েছো তুমি, আপন প্রিয় করে।
দিয়ো তোমার পায়ের ধূলো
               রাখবো সযত্নে
আঁকাবাঁকা পথে চলবো যখন একা
ছুঁয়ে দেবো বাঁ –দিকের হৃদপিন্ডে।
বেড়ে যাবে আমার নিঃশ্বাস, পায়ের গতি–
ঝলসে যাওয়া হৃদয় প্রস্ফুটিত হবে পদ্মের মতো
জর্জরিত পৃথিবীর আগে।
    
      রচনা– বিপ্লব দাস
     ১০আগষ্ট ২০১৮
    বিকলে ৫টা ১০