"আজ থেকেই ভুলে যাব"
             বিপ্লব দাস


ঈশ্বরের দিব্যি আজ থেকেই ভুলে যাব তোমায়,
                                 এক কোটি বছর।
আমার মনচিত্রে তোমার জল্পনাপ্রি ছাড়া,
কোনো সুরভি আমানত নেই।
তুমিও মন ছড়িয়ে, আয়েশে ঢিলেঢালা পোশাক পড়ে আমার দুঃখী কবিতার বর্ণনা চাইবে না আর কোনদিন।
দুঃখীরাও, দুঃখী হয়ে আমার চোখ বুলিয়ে যায়।


আমার করতলের আধুলি অভিলাষ,
  সুখটানের মত   ঠোঁটে তুলে দিইনি।
আমার আকাশে এসে ক্ষতচিহ্ন আঁকবে না
  আমার কবিতারা বড্ড গান ভালোবাসে, ওরা গান  ভুলে যায়।
ভেবেছিলাম তোমার মন, আম্রকানন, স্বচ্ছ জল আয়না।
আমার ক্ষত মুখখানিই দেখা যায় শুধু।


আমি ভুলে ভারাক্রান্ত, একদম অধপাগলা।


তোমার মন নেই , মনহীন  আগুন খেতাব
তা  এযাবৎ  নিষ্পাপ হৃদয়গুলো জ্বালিয়ে দিয়েছো।
তা নিয়েই  জয়ী হবে, হও  অনন্ত জীবন।


তুমি যা অভিশাপ দিয়েছো আমি পদে পদে ধোঁকা খাব,
           জীবনভর কষ্ট পাবো,
                অপমানিত হব
আমার কোনো যায় আসে না জঘন্যতমা ।
পৃথিবীর সাতশো  একাত্তর কোটি  মানুষকে
  অভিশাপ দিতে বলো আমায়।
আমি অভিশাপে অভিশাপে বিদ্ধ হতে চাই
     আমি বুঝেই গেছি মানুষই বিষধর সাপ।


তবে ঈশ্বরের দিব্যি আজ থেকেই ভুলে যাব তোমায়
         এক কোটি বছর।
মানুষের ভালোবাসা ছাড়াই আমি বেশি ভালো থাকবো
এইই  জঘন্যতমা  তমশা, মনকে পলাতক করে আমায় মনে করবে না আর।
  
মানুষের মন  আহরণ না করেই,
     বেঁচে যাব  এক কোটি বৎসর প্রকৃতি আশীর্বাদে।


রচনা–বিপ্লব দাস
২৩  সেপ্টেম্বর ২০২১