আজকাল
                    বিপ্লব দাস


আজকাল আর তোমাকে দেখা যায় না–
ঐশ্বর্যের মাঝে কিছু স্মৃতি রেখে যাওয়া
এটাই কি জীবন?
রঙ তুলি দিয়ে আঁকা
ভাব করলাম, সম্পর্ক করলাম, বন্ধুত্ব করলাম, ভালোবাসলাম–
তবুও চলে গেলে!
যাবেই যখন চলে, এলেই কেন তবে?
নিত্য দিবসে তোমার সঙ্গে দেখাশোনা আর হবে না।
           আমি শুধু ভাবি–
       এ সবই বিধাতার লেখা,
      তখন শুধু অন্তরে মরুভূমি দেখা।
এইতো সেদিন জিজ্ঞেস করলাম–
            তুমি কেমন আছো?
আলতো হেসে বললে 'আমি ভালো আছি'।


আছি বলে তোমার শেষ যাত্রা......
শেষ কোলাহলে, শেষ অশ্রুঝরা, শেষ মনে রাখা–
আর কখনো কি মনে রাখবে কেউ?
আমি মেনে নিতে পারছি না তুমি নেই
            সবকিছুই তো আছে–
   তবুও তুমি নেই কেন?


যেই রাস্তা দিয়ে যেতে সেই রাস্তা আছে
যেই বিছানাতে ঘুমাতে সেই বিছানা আছে
যেই বন্ধুদের সঙ্গে ঘুরতে সেই বন্ধুরাও আছে
আত্বীয়, স্বজন –প্রীয়জন সবাই আছে।
তোমার হাতঘড়ি, বাইসাইকেল, জুতো, পোশাক, পারফিউম, সবকিছুই আছে
                বিন্দুমাত্র হারায়নি।
শুধু তুমি হারিয়ে গেলে......
ক্ষণিক আত্মীয়তায় বেড়ে চলেছে আজকাল।।
          
                                     রচনা– বিপ্লব দাস
                            তাং–৪/০৭/২০১৭ বুধবার