"আজও ভেবে আছো, সে মনে করবে"
         বিপ্লব দাস


আজও ভেবে আছো, সে মনে করবে তোমাকে।
ভেবে–ভেবে ক্লান্ত হচ্ছ, শরীর খারাপ করছো।
একদম আজব ভাবনা–ভেবে ভুল করছো।
নিজের কষ্ট দিয়ে অন্যকে দুঃখী করবে, চুলের সামান্য ফিতে না পাওয়ার গল্প শোনাবে
এমন বিশ্বস্ত দুনিয়ার নেই।
যার কথা ভাবছো, দেখো ওই মানুষটি জানালা দিয়ে একদল পাখি, নীল আকাশ দেখে
পরম সুখে সিগারেট ফুঁকছে।
অন্য নারীর কথা ভাবছে।
প্রতিনিয়ত অন্য কিছু ভেবেই চলেছে, তোমার কথা বিন্দুমাত্র ভাবেনি।
চা খেতে খেতে ব্যালকনির ফুল টবে জল দেবে
          মোটেও তোমার কথা না।


নিয়ম করে অফিস যাচ্ছে, পার্টি করছে বন্ধুদের সঙ্গে,
মনের ভুলেও মনে করবে না তোমায়।
তুমি তার নিয়মের বাইরে,  সাবলীল ভাবে কাজগুলি করে যাচ্ছে সে,
জীবন তার ফুরফুরে, সুগন্ধময়  এগিয়ে যাচ্ছে চিন্তাহীন মস্তিষ্কে।
কোনো ঝড়-ঝঞ্ঝায় নেই।
তুমি  জিন্দা লাশের মতো দুঃখ নিয়ে দেওয়ালে মাথা ঠুঁকে পড়ে থাকবে।
আগের থেকে কমে গেছে তার শব্দ ফোয়ারা।


তোমার ভুলেভরা জীবন, ভুলগুলি ঐ তো দুঃখ-কষ্ট-বেদনা বিষাদ।


ভালোবাসা তো এখন বিনোদনমূলক, এই আধুনিক যুগে মায়া মায়া গল্প চলে না।
তোমার আলোকসজ্জা খেয়ে, ডুব দেবে নির্জনে,
                 কেন বোঝ না মেয়ে? কেন?


যে যাকে যতটা  বিনোদন দেবে ভালোবাসা ততদিনই টিকবে।


অপেক্ষায় অপেক্ষায় মনে শ্যাওলা ধরা যাবে
                চোখের জলে   শ্যাওলা বাগান।    
বার বার ফোন দেখবে "এই এই এলো বুঝি একটা sms বা
সকাল টু রাত সেই  পরিচিত রিংটোন"।
ছটফট করতে করতে তুমি যখন ফোন দেবে–
ফোনের ওপার থেকে বলে উঠবে
দু মিনিট সময় দাও, আমি কল ব্যাক করছি,
মাত্র দুই মিনিট, ফোনটা কাছে রেখো কিন্তু।
দুই মিনিটের অজুহাতে এ জনমে তুমি তার লিস্টের বাইরে।

  তবু, আজও ভেবে আছো, সে মনে করবে তোমায়
হুর,এমন পবিত্র ভাবনা চলে না– মেয়ে
      এমন ভাবনা চলে না এই মিথ্যের দুনিয়ায়।।


রচনা–বিপ্লব দাস(রাহুল)
১৬ সেপ্টেম্বর ২০২১