অ্যালবাম
      বিপ্লব দাস


পৃথিবীর গানের সঙ্গে,
তোমাদের সুর আজ শেষ ঢেউ
যামিনী জুড়ে কনকনে শীতে ঢাকা চাদর
সময়ের সঙ্গে কী ধরে রাখা যায়?
অস্তিত্ব আতিশয্য হীন পতাকা
দিবস যেতে তাহা ধূধূ পথ
প্রকৃতির কালো চুলের খোঁপা
হয়েছে আজ সাদা গল্পের মেলা,
তবুও আজও বেদনা রূপ মাধুরী সম্পূর্ণা।


     শিশুর হাসি আজ বুড়ো
থমকে দাঁড়িয়ে যায় লক্ষ্যে
জীবনটা উপভোগ করা যেন ডানা কাটা মাছি
ছেড়ে দেওয়া চাবি অন্যের হাতে।


জীবন অগ্রগতির বৃত্তি,
চলছে বেঠিক নিয়মে
সেঁকো বিষ খেতে খেতে।
তবুও জীবন অতিবাহিত সপ্ত সৌরভ
অ্যালবাম পরিপূর্ণ করলে।
সময়কে ধরে রাখার একটু প্রয়াস
প্রকৃতি ও জীবন এর ধারাপাত কিশলয়
আনন্দের  চিহ্ন চিত্রে–
আমার সামান্য ক্যামেরার রিলে।
রোগ গোস্ত জীবন থেকে ঝলসানো চাঁদ এর লজ্জা
আজ আমার খামে বন্দী
নেশা থেকে পেশার সামান্য ফসল
তোমার কাছে ফলবান উত্তরে
আজ আমি এক ফটোগ্রাফার  ঢেউ থেকে সমতলে।


     রচনা– বিপ্লব দাস
   ২৩ নভেম্বর ২০১৭ (বৃহস্পতিবার)