অমানুষ
    বিপ্লব দাস


মানুষদের কখনো আমি মানুষ ভাবি না–
তারা অমানুষ ।
মাটির মায়া ছুঁয়ে নিজের মায়া কখনো তারা পরিমাপ করেনি।
তাই আজও এই প্রাঙ্গন জুড়ে মেহেদি পাতার রঙে রাঙা হয়নি।
লোভ, হিংসা, ক্রোধের শুধু বাষ্পমোচন।
নরকের পাখনা গজে গজে উঠছে হৃদয়ে।


মানুষের তাড়া আজ তরবারির মত,
খুনের রক্তে শুধু এই ক্যানভাস রঙিন হচ্ছে।
আমি সৌজন্য মায়াটুকু হৃদয়ে চেপে পরাজিত হচ্ছি বারংবার ।
জয়ী হবার লালসা নেই,
হেরে হেরে আমি পৃথিবীর আলো টিকিয়ে রাখি ,
তাই আজও মাঝে মাঝে পাখির দল উঠোন জুড়ে সভা করে,
প্রেম নামক সুঁতো দিয়ে সাঁকো বাঁধে।


আমি সত্য কথার ফানুসগুলো উড়িয়ে,
যদি ভুল করে থাকি
আমার  ঈষৎ  শিখা ফুঁ দিয়ে নিভিয়ে দিতে পারো ,
দুর্গন্ধ পাত্র ভেবে ডাস্টবিনটে ছুড়ে দিতে পারো ।
প্রত্যয়ী জামার বোতাম ছিঁড়ে বলছি– আমার কোন যায় আসে না।
আমার বিরুদ্ধে রগড়ে ওঠা মিছিলে  সামিল হওয়া
এই স্বাভাবিক।
আমি জানি, আমি জানি ভবিষ্যৎ ..
একদিন এই মুখস্ত মুদ্রণেই মৃত্যুদণ্ড হবে' মানুষ '।‌


অন্ধকার দেওয়াল ছিঁড়ে এসে মানুষের উদ্দেশ্য শুধু –
এই পৃথিবীকে লুট করে খাবার।
মানুষ মানুষের কোনদিন দুঃখ স্পর্শ করতে পারেনি।
নিজের ভাবনা ভাঁজে তুলে রাখে শান্তি, সোহাগ। মানুষদের কখনো আমি মানুষ ভাবি না
তারা অমানুষ ।
কারণ তাদের হুসের কোনো পরিবর্তন নেই।


রচনা–বিপ্লব দাস
তাং–২৩/০৯/২০২২