আমায় একটু ভালোবেসো
         বিপ্লব দাস


যার জন্য রাত জেগে কবিতা লিখে যায়,
আমার কথা কি একটু তার মনে ভাবায়?
কতবার মনে মন বুলিয়ে ঝরে যেত দুঃখ,
জীবন তরীর মূর্ছা জোছনায় তার ভূমিকা ছিল মুখ্য।


প্রহরের  জীর্ণ স্পর্শে, বেরেছিলাম প্রেমিক  বৃক্ষ সেজে,
সুন্দরের অলীক ছায়ায় প্রেমিকার কড়া মনে গেলাম আমি ভেজে।
জন্ম লগ্ন থেকে ভুলে যাওয়ার অস্ত্র, ঈশ্বর গেঁথে দিয়েছে তার মনে,
আমায় একটু ভালোবেসো, পুরুষকে বলতে নেই ক্ষণে ক্ষণে।


প্রেমিকার মন পাল্টে যায়, বোঝে না তখন পুরুষের অসহায়,
পুরুষের দিনরাত্রির আলো একদম নিভে যায়।
ডেট সার্টিফিকেট এর মত ব্লকলিস্টে দমবন্ধ ঝুলে থাকতে হয় ফেসবুকের পাতায়,
এই শহরের সুন্দরের কলরব ভরে যায় আমার বেদনায়।


আমায় একটু ভালোবেসো পুরুষকে সত্যিই বলতে নেই সর্বক্ষণ এমন কথা,
মনোবেদনা যন্ত্রনা, অদৃশ্য দড়িতে ঝুলে থাকতে হয় জীবনভর
                                                          আমৃত্যু পেতে হয় ব্যথা।


যার জন্য রাত জেগে আঁখিজলে বেড়েছিল সবুজ,
দিশাহারা পাখিও বলে এই বালক তুই না বড্ড অবুঝ।।


রচ না–বিপ্লব দাস
১৭ আগস্ট ২০২১