আমি কে?
    বিপ্লব দাস


বিশ্বব্রহ্মাণ্ডের একপ্রান্ত আমার' মা '
আর এক প্রান্তে আমার' পিতা'।
তাই জীবনের আয়ু আমার অজানা
গাঁথি–নি  তাই প্রেমের লিপিবদ্ধ মালা।
আমার শব্দকোষ শিরা-উপশিরায় দুশ্চরিত্রা
তবু তার মানে উচ্চমনা।


পাগলের জড়িমায় সহজ পাঠ্য শেষ আমার
বিশ্বব্রহ্মাণ্ডই আজ আমার শরীরে,
ঐশ্বর্যের ডাকবাক্সে ছুড়ে দিলাম মধ্যস্থানে....
মায়াজালের মাঝখানে রাখলাম না নিজেকে বন্দী করে,


রূপবান জোয়ার-ভাটা রাত্রে জেনেছি নিজেকে
আমি কে ?
        আমি কে?


রচনা– বিপ্লব দাস
১ মার্চ ২০১৮
সকাল৮টা৫০