আঁধার  আঙিনা
        বিপ্লব দাস


বাবুরা ফুল ফোটাতে এসেছিলাম তোমাদের শহরে
ফুল না ফুটতেই তুলে নিলে মাটির টপ থেকে।
আমি তবুও খুশি
আমাকে হত্যা করলে কচি বয়সে
গিয়ে পড়লাম না ভগবানের পায়ে
গিরগিটি ধরনের কিছু প্রাণী–
গিরগিটি বাবুদের সঙ্গে রং বদলায় মিনিটে মিনিটে।


আমি তুচ্ছ, নগণ্য– বেমানান।
তোমাদের রসময় মনের সাঁঝে
আমার ভূমিকা নেই
আলোর মাঝে থেকেও–
ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে
তবু আলোময় বাবুরা।


আমার যে আঙিনায় আলো আসে না ।
  
রচনা– বিপ্লব দাস
১২ জানুয়ারি ২০১৮
রাত৮ টা৪১