অপেক্ষায় অবেলা
        বিপ্লব দাস


অপেক্ষার অবেলা পেরিয়ে যায়।
কাঁচের জানালার ভেতর থেকে,
মেঘাচ্ছন্ন আকাশ দেখে।
মনের যন্ত্রণা মনে হয় রক্ষাকবচ।
আঙ্গুলি স্পর্শ করে শুধু  ক্যালেন্ডারে।


আঙিনায় ঝরে থাকা পাতা ,আমায় দেখে হাসে,
তোমার অনুভবে মগ্ন প্রত্যহ দিবসে।
বেলা বয়ে যায় তোমার ছায়া আমার শরীরে নিয়ে,
ধূধূ হৃদয়ে প্রেম আসুক না ধেয়ে।
বাসনার  কল্পনায়  তৃপ্তি লাভ হবে
তোমার পায়ের নূপুর আওয়াজে,
কেউ জানে না শূন্য হৃদয়ে রাখি কুড়িয়ে।


তোমার প্রতীক্ষায়  খেয়েছি করবী,
অন্তিম পথযাত্রায়।
হে আমার নবীনা শঙ্খমালা;
দিও দেখা পথ ভোলা বিহঙ্গকে।
অমর আত্মায় অমর প্রেম জেগেছে শত শত যুগে।


শুধু  আগামীর অপেক্ষায় আছি, তোমার পথ চেয়ে....


রচনা–বিপ্লব দাস
১৫ ফেব্রুয়ারি ২০১৯
দুপুর ১২টা৩৭