আপনি বললেই...
     বিপ্লব দাস


আপনি বললে– নতুন নতুন গুন্ডা, মাস্তান তৈরি করব।
আপনি বললেই– সমস্ত  সিগারেটের পূর্ণজীবন আয়েশে
আপনার ঠোঁটে গুঁজে দেব।
আপনি বললেই– আটলান্টিক সাগর সাঁতরে যাব।
আপনি বললেই– জীবনভর বৈরাগ্য নিয়ে নেব।
আপনি বললেই– প্রেমিকাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ফিরে আসবো।
আপনি বললেই– সলতে হয়ে যাব প্রদীপের,
আপনার মতই কোন একটি আপনির হাতে পাকতে থাকবো।
আপনি বললেই– চা খাওয়া চার পায়ে ঝুঁকে টেবিল হয়ে যাব।
আপনি বললেই– আপনার বাজার, আপনার স্ত্রীর কাপড় জামা, বাচ্চাদের সমস্ত নালিশ ক্লান্তিহীনভাবে শুনে যাব।
আপনি বললেই– উলঙ্গ হয়ে  ঘুরে বেড়াবো শহরে শহরে।
আপনি বললেই– প্রকাশ্যে খুন করে দেবো।
আপনি বললেই– আমি জড়ের মতো বাঁচবো।
আপনি বললেই– কিছু শৈশবই কচি যুবতী আপনার দ্বারে পৌছে দেব।
আপনি বললেই– নিরীহ  মানুষদের হুমকি দিয়ে তাদের আত্মা কেটে,
ফ্ল্যাট বাড়ির সুযোগ করে দেব।
আপনি বললেই– আপনার দল বাঁচতে আদালতে সাক্ষী দেব বিনাডরে।
আপনি উঠতে বললে উঠবো,
বসতে বললে বসবো,
দাঁড়াতে বললে দাঁড়াবো,
ডান দিকে যেতে বললে  ডান দিক,
বাঁদিকে বললে  বাঁ দিক,
আপনি বললেই– যা ইচ্ছে তাই করবো।
আপনি বললেই– আপনার পায়ের তলায় সিঁড়ি হয়ে যাব।
আপনি বললেই– আপনার অসুখ নিয়ে নেব আমার শরীরে।
আপনি বললেই– একটা চুলের মাঝ বরাবর ভাগ হতে দেবো না।
আপনি বললেই– আপনার সমস্ত অপরাধ সাফাই হিসেবে গাইবো।
আপনি বললেই– জীবনভর বিনা পারিশ্রমিকে  আমার  পিঠ সেঁটে দেখব দেওয়ালে।


আপনি কোন দিনই এসব বলেননি।


তবু আপনার কুচকানো ধারালো  ভুরুর হিংস্রতায়
দাবানল কুচকাওয়াজে।
করেছি সমস্ত অপরাধ নিরুপায়ে।
শুধু মুখ বুজে  থাকতে হবে আপনাদের পদানতে যুগে যুগে।
তবুও নেই আমার কিঞ্চিতমাত্র মূল্য, আমি মূল্যহীন।


কিন্তু জেনে রাখুন, "অভিপ্রায়ের পেট আকাশের থেকে বড়"।
          আপনারা ভয় পান।
তবুও আপনি বললেই আপনার থুতু চাটতে– চাটতে জীবন পার করে দেবো।


রচনা–বিপ্লব দাস
তাং–২৬/১২/২০২১