"অথৈ সাগরের জলপরী"
          বিপ্লব দাস


এর আগে কখনো দেখিনি–
আজ স্বচ্ছ জলের ছাপ হৃদয়ে।
তবু যে দেখবার জন্য মন পাখিটা,
কিচিরমিচির করতো
এই শহরের পথঘাট আর বাসভূমি ছাড়া কেউ জানতো না।


ঈশ্বরের ধূপের গন্ধের মত মনটা যদি না হয়
অহং আকুতি নিয়ে স্বর্গের আলো দেখা যায় না
পায়ের তলায় ধুলোগুলো কতটা ঝকঝকে
                    বোঝা যায় না।
বরং আমার ভাগ্যটা এ শহরের আঁখিজলে
               উষ্ণ রোদ বৃষ্টি।
শহরের গোপন  কৌটোয় হাসিগুলো সুসজ্জিত।
কবি হিসাবে কিন্তু তোমায় বিন্দুমাত্র আতরের গন্ধ পাইনি।
তোমার কাব্য পাতা থেকে একেকটা কবিতা ঈশ্বরী
                         আমায় আশীর্বাদ করেছে
                একাকী চিবুকে ভাঁটফুল এঁকেছে।


অথৈ সাগরের জলপরী হিসেবে
যে সৌহার্দের আক্রমণ করেছো
তা অতিক্ষুদ্রই  হৃদয়াঙ্গম হয়েছে।
তবে  এই আত্মহত্যার শহরে,
তোমার নামে কোন মানবী করবে না আত্মনিবেদন।


রচনা–বিপ্লব দাস(রাহুল)
৩ নভেম্বর ২০২১