বেহিসাবি দিব্যি
              বিপ্লব দাস


জন্ম থেকে বৃদ্ধ, সমাজ থেকে দেশ বাউণ্ডুলে দ্বন্দ্ব,
চক্রমান  জীবনের নিতে হয় কুঁড়ে–কুঁড়ে লাবণ্য
জ্বরাহীন শরীরে  জ্বর জ্বর মনে উগ্র ভাবাপন্ন
                               বাইরে শীতল  ঠাহর–
ভিতরে যেন মিথ্যের গুদাম কলঙ্ক।
রিক্ত করা ছলচাতুরি গোনা অঙ্গুলির ঘনত্ব
দাঁতে–দাঁতে কড়কড়ানী হেয় বৈরী ভাব
ছককাটা লাইনে পা দিলেই ফাঁদে।
আক্রমণ প্রহুত মনে মনে  পথভ্রষ্ট
তীর্যক ভণ্ডুলে জীবন পতিত
তবুও শীতল অভিলাষ  শুষ্ক চোখে,
কথায় কথায় বিবরণ দিব্যি বর্ণমালা
ভগ্নদশাপ্রাপ্ত জীবন পাতায় সীমাবদ্ধহীন
মনতটভূমি পাড়ে বিধ্বস্ত সাঁতার কাটা
অনুপুঙ্খবাক সন্দেহে কাঠকয়লায় আঁকা।
নারকীয় সুষমা –বন্ধুত্বের ভাব দুর্ধর্ষ
এঁটে বাঁধা মন গা স্পর্শ করেও বলে–
কাজটা করিনি বিশ্বাস হচ্ছে না
দিব্যি র  প্রতিঘন্টা বিশ্বাস করানো এটাই সুবিধা।
মনের পাতলা আস্তরনে  যদি সন্দেহের পর্বতস্তুপ এসে পড়ে,
টোস্ট বাটার দিয়ে খাওয়ার বিরক্তি বেপরোয়া।


তখন দিব্যি কাটাকুটি খেলা শুরু হয় নিজ মুখোমুখি।
তারপর ছেলে বা মেয়ের মাথা
ঘৃণ্য মুখে ভগবান ও আল্লাহর নাম টানাটানি
স্বাভাবিক জীবন নির্জলে  সমর্পনে  মুখরোচক।
অফিস-আদালত ও বাকি নেই–
ধর্মগ্রন্থ ছুঁয়ে সত্য বের করা
জীবনটাই হয়ে গেছে আজ দিব্যি দিব্যি খেলার ছক্কা।।


            রচনা– বিপ্লব দাস
       ২৩ অক্টোবর ২০১৭( সোমবার)
        দুপুর ৩টা ৪৭