"বোবা থাকার ব্রত"
      বিপ্লব দাস


আজ আমার শহরটা অচেনা লাগে,
হয়তো তুমিও ভুলে গেছো রাস্তা।
ফোন লিস্টে বের করছো প্রিয় মানুষের তালিকা।
আজ মনের সীমানায় মন খারাপের মেঘ
চোখ আমার রক্তজবা– তবু নেই বৃষ্টি,
তোমার চোখেই যেন বৃষ্টিধারা।
রাতে আমার ঘুম হয় না,  বেনুকে বলা সবথেকে তোমার কথা
খুব মনে পড়ে পারিনা আর বলতে।
তুমি ফোনটা নিয়ে বার বার দেখো
তুমি তো ব্লক লিস্টের সেটিং ভুলে গেছো।
আমি' টা ঝুলে আছি শিকল দেওয়া প্রোফাইলে।
ওই পাথর চাপা হৃদয় থেকে শুধু বিরহের গান গাইতে পারি ।


যেদিন বলেছিলাম– আমার বড্ড একা একা লাগে,
সেদিন থেকেই  বিয়োগ হবার রসনায় ভেসে গেছ,
কথা ফোয়ারা কমে গেছে একদম।
আমি  যেদিন চিৎকার করে বলেছিলাম– ভালবাসি, তোমাকে আমি ভালোবাসি
সেই দিনই ধর্ম গহীনতার দোহাই দিয়ে
ক্ষমা চেয়েছ।
মায়ার তলোয়ারে সময় ফালাফালা করতে চাও না।


আমি ভেবেছিলাম– তোমার নামে কবিতা লিখে মুছে দেবো সমস্ত স্মৃতিকণা,
দেখো তুমি– কবিতা লিখে দিব্যি শান্তিতেই আছো ।
গোধূলির ঠোঁট ছোঁয়া আনন্দে বলেছিলাম–কি চাও জন্মদিনে তোমার?
বলেছিলে তুমি–তুমিই তো আমার উপহার আর কিচ্ছু চাইনা,
আর লালরঙা  হৃদয়ে চাই শুধু আমারই উপন্যাস।
এমন সত্যির পালক উড়লে প্রিয়,
আমি আজীবন বোবা থাকবো।


রচনা–বিপ্লব দাস(রাহুল)
তাং–৭/১২/২০২১
সন্ধ্যা ৫টা৩০