বিবর্ণ সময়
         বিপ্লব দাস


এইভাবে গেলে আমায় গলিয়ে  - লক্ষীটি
কত গলবো মোমের মত মমতায়                                                                             অনলের গনগনে আদরে।
কি উষ্ণ আদল বেলা
উহ কি আলিঙ্গন আঙিনা
ছেড়ে ছড়িয়ে যাও কোন ছায়া সুখে ?
ছারপোকার মত  ছোঁ মারার কামড় পারিনা নিতে।
শুভ্র মুখে সে রক্তপিপাসু জাদুকরী ছন্দ
গিয়েছিল সময় মুচমুচে মধুচক্রে,
আঁধারে করতে নিয়ত বালিশের সৌন্দর্য
আমার মুখ ভেবে।
কি দোষের দরজায় পোড়ালে আমার কপাল?
লক্ষীটি সুখী না সুখী বেশে জীবনে হলে মাতাল।


কোন এক ভোর রাতে হঠাৎ ঝড়?
মিথ্যে প্রেমের মুকুট পরানো মস্তকে
শুধু আগুনের ফুলকি দিলে উপহার।
জীবনের পদতলে আজ শুকনো ঘাসে ঠিকানা -
গর্ভবতী প্রেমের পদক পারিনি পড়াতে।


এইভাবে গেলে আমায় গলিয়ে - লক্ষ্মীটি
যাও না পুরোটা গিলে.........
                      
                                                      ৪/১১/২০১৯ (১০টা৩৪ মি: রাত)