"বহুদিন দেখা হয়নি"
       বিপ্লব দাস


বহুদিন তুমি আমায় দেখোনি,
তার মানে পেয়ে গেছো মনের মত মানুষ,
সে তোমায় সময় দেয় সময়ের পলে পলে।


বহুদিন তুমি কথা বলোনি
করিডোর খুলতেই একটা আকাশ
তোমার দিকে সর্বদা চেয়ে থাকে।


বহুদিন আমায় বলোনি –
মন খারাপ হয় তোমার,
তার মানে  তুমি পেয়ে গেছো মন খারাপের ওষুধ।


বহু দিন আমার সঙ্গে পথ চলোনি,
তার মানে তোমার হাত ধরার জন্য শহর জুড়ে অজস্র বন্ধু।


বহুদিন আমার লেখা কবিতা শোনোনি,
তার মানে একেকটা প্রিয় মানুষ তোমার
কবি,উপন্যাসিক ,গল্পকার
যা তোমায় প্রতিরাতে  সাহিত্য আরতিতে ঘুম পাড়িয়ে দেয়।


বহুকাল তুমি আমার খোঁজ নাও না,
তার মানে.....
বিশ্বাসযোগ্য একটা হৃদয় পেয়ে গেছো সেখানেই তুমি নিখোঁজ।


বহুদিন নির্জনে দাঁড়িয়ে থাকোনি আমার জন্য,
সে দাঁড়ানোর জলছবি মুছে গেছে,
আজও নতুন ভাবে দাঁড়িয়ে থাকার বসন্ত আসে মনে।


বহুদিন বৃষ্টি ভেজোনি,
তবে আজও তোমার অঙ্কুরিত মনটা ভেজে প্রিয় মানুষের সঙ্গে।


তবে তোমার পুরনো আবেগ,অনুভূতি,ভালোবাসা গুলো আমায় আজও কষ্ট দেয়
বিগত বছর ধরে বিযোগ হবার নামই নেয় না।


তোমার ছায়া,মায়া এগুলো কি আমি করবো ?
সময় পেলে বলে যেও।


আমার তুমিটা চুর্ন বিচূর্ণ তোমার কাছে,
কোনো কালেই ছিল না অস্তিত্ব।
সময়ে স্রোতে তোমার কাছে আমি এখন উপদান মাত্র,


তবে একটা কথা তোমার বারংবার কানে বাজে –
ছেড়ে যেও না, ছেড়ে যেও না...আমায় তুমি...
আজ বুঝেছি বিচ্ছেদের স্বাক্ষর লিখিয়েছিলে সেদিনই আমার হৃদয়ে।


তোমার কোমল অন্তরাত্মাটাই ছিল,
ভীষণ জটিলতায় পূর্ণ।
তবুও এক পশলা বৃষ্টির মত কত মানুষ আছে
   তোমার মিথ্যে 'তুমি ' কে জড়িয়ে।।


রচনা–বিপ্লব দাস
তাং–৩/০৮/২০২২