বিভাবরী
   বিপ্লব দাস  ( প্রথম রবি ঠাকুরের কন্ঠ শুনে এই কবিতাটি লেখা)


যে মধুর জন্য মরিয়া আমি
পথ ভুলে মন চলে
পেলুম না বনস্পতির ছায়া,
ভেবে ভেবে মনে হয় আমার জন্ম মায়া।
যে সুরের ঝংকার উথলিয়া বাজলো আজই কানে,
শূন্য ঘরে বসে বসে ভাবি নেই তার মানে।
পায়ের পাতার ওপর পাতা দিয়ে
        এই একটু জীবন যাওয়া,
অজানা ঘরবন্দি কাগজের লিপি,
আমায় করে ধাওয়া।
ঘরের ভিতরে ঘর তোমার গানের পালক
মেলেনি পাখা
না দাও দেখা তবু সর্বাঙ্গে তুমি আঁকা।
তোমার মুখে যেন অনিল, সুনীল, বসুন্ধরা–
প্রবাহিনীর  মতো ভেঙেছ অদ্রি– তারা।
রবির বুকের উপর তুমিই  এক রবি–
তোমার কাননের আমি এক বিভাবরী
কবি নয় মৃতপ্রায় আমি এক ছবি।


রচনা– বিপ্লব দাস
২৫ আগস্ট ২০১৮
সকাল১০টা