"চাঁদের প্রণয়ী জল"
   বিপ্লব দাস


আমাদের শরীর থেকে কণামাত্র কিছু নিতে  পারেনি চাঁদ।
আমরা ভন্ড, প্রতারক মিছিমিছি চাঁদকে নিয়ে
             গান রচনা করে গেলাম।
চাঁদ বড়ই অভিমানী
আমাদের মিছে সুরেও এত নীরব থাকে চাঁদ
কোনদিন বিদ্রোহী করেনি।


চাঁদের  প্রণয়ী জল, সাগর, নদী, দিঘী ,পচা ডোবা ,
নর্দমাতে নিজেকে উৎসর্গ করে দেয়
এমন গভীর ভালোবাসা কখনো দেখিনি
একটা আঁকারে হয়ে যায়।।


চাঁদ আমাদের অশ্রু জলেও ভাসে না
এই চোখে অন্য নদী, নায়িকাদের বাস।


রচনা–বিপ্লব দাস
২২  সেপ্টেম্বর ২০২১