ছায়ার সঙ্গে দাঁড়িও না
      বিপ্লব দাস


ছায়ার সঙ্গে আর দাঁড়িও না–
সম–ঠিকানায় দাঁড়িয়ে থাকতে-থাকতে
ছায়াকে কোনদিন  খুন করতে পারিনি কেউ।


এ কালের কালো নির্বাক সম্পত্তি।


বুকপকেটে সবুজ স্বাক্ষর বালিকাদের,
পান্ডুলিপি পাতার মত ছিঁড়তে ছিঁড়তে
এই প্রিয়তম দেশই কবেই হয়েছে ধর্ষিতা।
পাষণ্ড মানবীর সুকুমার ভাষণে, দেবগণের মত
স্বাগত না করাই ভালো।
আজও অনেক বেণু – বীণা এ সমাজে
নিঃশ্বাসের 'ন' আশ্বাসে বাঁচে
' ন ' শব্দের ঘ্রানটুকুও  শুষে নেয় ঘূনপোঁকা।


শতশত হলুদ হৃৎপিন্ডের  আর্তনাদ
জেগে ওঠো হে প্রিয়তম বন্ধু
শুধু নিজের ছায়ার সঙ্গে দাঁড়িও না।


রচনা–বিপ্লব দাস
তাং–৯ অক্টোবর ২০২১