ঢং
বিপ্লব দাস


ভালোবাসা ভালোবাসা নিয়ে আজকাল অত্যাধিক ছ্যাবলামি বেড়ে গেছে ,
সামান্য কি হৃদয়ে ভালোবাসার নয়ন তারা গাছটি বেঁচে আছে ?
কারো হৃদয়ের শোক নেই,
মায়া নিয়ে নিস্তব্ধ রাতে ডুবে যাওয়া একাকী  পাখির মত আবেগ মাখামাখি নেই।
বীভৎস রকম ভোগ শেষে, নিঃস্ব রঙে রাঙিয়ে পালিয়ে যায় সবাই।
এমন কোমল সুরে বারংবার পুড়িয়ে ছাই করে দেয়।
এমন মিথ্যে আবেগী কিভাবে মানুষের হৃদপিণ্ডে পৌঁছায়?
যেদিকে তাকায় সিগারেটের ধোঁয়ার মত ভালোবাসা উড়ে যায়,
আজকাল ফেসবুকের পাতা জুড়ে ভালোবাসার আবেগীহীন কবিতাগুলো ঢঙ করে রিঅ্যাকশন দিতে শিখে যায়, কবিতা না বলা মেয়েরাও।


এইতো জীবন জোর করে দুঃখ দাগ এঁকে দেবে ।


যাদের হৃদয়ে প্রত্যময়ে ভালোবাসা আগলে রাখে হৃদয়ে।
ভালবাসার সাত রং চিরন্তন।
তারা আজও নয়নতারা গাছের মতো পাচিরে, দেয়ালে লিখে নিজের বিরহ ব্যথা। সেগুলো সত্য প্রেম কারো মুখে ছড়ায় না।


আজ ভালোবাসা ভালোবাসা নিয়ে অত্যাধিক ছ্যাবলামি বেড়ে গেছে ,
ভালোবাসার সামনে এমন মানুষের কৌতুক নৃত্য দেখে বেশ মজা পায়।।


রচনা–বিপ্লব দাস
তাং–১১/০৮/২০২২