গৃহত্যাগী সন্ন্যাসী
         বিপ্লব দাস


ওগো বালিকা, তোমাকে আমি অন্তঃসত্ত্বা করতে পারবো না।
নিগূঢ় যন্ত্রণা প্রবাহিত হবে শরীরে, আমি তা দেখতে অসাধ্য,
প্রখর ময়  শুশ্রূষা প্রয়োজন আমি তা দিতে অপারগ।
রং–বেরঙের ওষুধ বেলুন রাত্রিদিন, এনে দিতে নিরুপায়–
সঙ্গে কাঠবাদাম, খেজুর, পেস্তা-কিসমিস, কাজু, শুকনো খুবানি, আর ঝুড়ি ভরা ফল তোমার প্রয়োজন।
বর্ষণে বর্ষণে তুমি তখন হবে অনুভূতিহীন।


এমন পৃথিবী চেয়েও না বালিকা–
শরীর ভিজিয়ে নিও না এই গৃহত্যাগী  সন্ন্যাসীর প্রেম নিবেদন।
সিঁথির সিঁদুর রঙিন হবে লোকসম্মুখে,
সংসারের সং জানি না দু'দিন পরেই হবে ফিকে।।


আমার কন্ঠে– করুন  স্বর পাবে,
শিশির ঝড়ার মতো দুফোঁটা অশ্রু পাবে
তবে আমি তোমার শরীর সঙ্গমে–
                এমনই শিকারী হতে পারি না।
ধরো, নগ্নতা যে শিশুটি ছাড়পত্র পাবে–
            অদক্ষ হাতে ছবি আঁকার মত –রঙহীন।
আমি কি করে  এ তপস্যায় মগ্ন হয়?
পাঁজর ভাঙ্গা প্রাণদেবতা, জীবনদেবতা হতে পারব না।
আমার  যে টুকু পরমায়ু আছে সে  টুকুই ছড়িয়ে দিলাম তোমায় বালিকা।
তুমি আরো গাঢ় রহস্যময়ী হয়ে ওঠে  বিশ্বদ্বারে,
                           সুস্থ থাকো শাশ্বত।


আর পৃথিবী বলে যে ছেলেটি আছে সে বড্ড, বড্ড একা, মনমরা–
ছুঁয়েও দেখেনা সে তার নিজের চিবুকে কতটা বিষে বিষ।
ওগো বালিকা তুমি না হয় তার সঙ্গেই সুসম্পর্কে আবদ্ধ হও,
আমিও সেই পৃথিবী পথেই গৃহত্যাগী সন্ন্যাসী হব।।


রচনা– বিপ্লব দাস(রাহুল)
২১মে ২০২১
১টা১০ দুপুর(শুক্র বার)