হে ফেরিওয়ালা
                  বিপ্লব দাস(রাহুল)


হে ফেরিওয়ালা তুমি চেঁচিয়েছো সারাবেলা ,
     দিন পেরিয়ে গৃহে যাও সন্ধ্যা বেলা।
কত কষ্টে দুটো টাকা করেছ অর্জন,
অনেক লোকের কাছে শুনেছো গর্জন।
    পথ দেখানোর পথিক নেই পথে–
তোমার চোখের জল দেওয়ার নেই কেউ মুছে
              পিপাসার ব্যাকুলতা পথে
             কন্ঠস্বর নেই মুখে
             সব সময় ধুকধুক বুকে।
সাদাকালোর আলিঙ্গন জীবন,
কত যন্ত্রণা সহ্য করে হলো না মরণ।।
      


                    রচনা –বিপ্লব দাস
                        বালুরঘাট,দক্ষিণ দিনাজপুর