হৃদয়ে জল নেই
    বিপ্লব দাস


আহা! হৃদয়ে জল নেই এমন কথা বলো না বন্ধু।
বলো না তুমি, খাঁ খাঁ মাঠে আনন্দ স্থায়ী নয়।
          চতুর্দিক ডুবে যাচ্ছে লালসার আদরে
এমন মরুভূমি গ্রাস করে নেবে পুরো মানব জীবন।


মন খারাপের স্থাপত্য সুন্দর করে প্রাণের শিখা জ্বালিয়ে দিও না,
      দিও না বন্ধু।
আমি একটু বিশ্বাস করো।


তোমার থেকে তোমার বৃহৎ মন খারাপের সন্ধ্যা–
      আমি গার্ডিয়ানের মত ছেঁটে দেব।
অর্ধ জীবনে মন্ত্র শিখে দূষিত  সমাজের কাছে।


চোখের জল সূর্যের আলোতে পোড়াতে পোড়াতে
              আগুনময়  দুর্ভিক্ষ মানুষের কথা খুব মনে পড়ে।।


তোমার হৃদয়ে অথৈ জল, আজ খটখটে হাহাকার।


কথা ছিল একটা বন্ধনময়  সাঁকো হবে
বুঝে গেছি নিজের কলমের কালি মেখে নিজেই উন্মাদ পাগল।
  এমন বিবর্ণ অভিলাষ নিয়ে মুহূর্তে বজ্রপাত দিন পাতায় মন থেকে বলা, শব্দেরা সত্যিই অসহায়।


পাপ, অপবাদবিহীন পতাকা নিয়ে ছুটবো  সাঁকো  দিয়ে
তবে পারিনি হাড়,  হুংকার, মাংস ,রক্ত ,ছাড়া
                  জলের মত তোমায় বোঝাতে।


আমি যতই উজ্জীবিত হয়েছি, তুমি ডুবে গেছ অতলে
জেগে ওঠো ওগো বন্ধু, তুমি জেগে ওঠো
    আমার দুঃসংবাদ যাওয়ার আগে
আমার, আমার হৃদয়েই স্পর্শ করো দেখো মহাসাগর পাবে
          তবে এত কেন  বিভীষিকার গহ্বরে নিখোঁজ হতে চাও?


রচনা–বিপ্লব দাস(রাহুল)
১৮/৮/২০২১