"যারা ছেড়ে গেছে অপ্রকাশিত শব্দফুল"
                              বিপ্লব দাস


কলম চলেও হয়তো চলেনি খাতার পাতায়,
মনে এসেও হয়তো আসেনি মখমল ভাবনা।
এমন উড়নচন্ডী ভাবনা কবির মস্তিষ্কে এসেও
কাঁটাগাছ রূপে শরীর প্রসারিত করে দিয়েছে ভাবনাগুলো।


জ্বলেছে শরীরে ছোঁয়া মন........


নির্মম কষ্টের বেনুনি, স্বীকার করেছে পরাজয়।
যারা ছেড়ে গেছে অপ্রকাশিত শব্দফুল
সেসব শব্দের জীবনভর গোপন হাহাকার
কলম কালির গন্ধে ফোটেনি শব্দেরা শুভ্র পাতায়
প্রণয় কবির চরম বিভীষিকায়  শব্দ মনিতে পাথর গাছ।


যারা  লেখেনি,কোনোদিন লেখেনি
                      যে  লেখাগুলো
জেলের জালে শুকনো উচ্ছিষ্ট মাছ ভেবে
শব্দগুলোর অকেজো পাকস্থলী হবে
মস্তিষ্কে জ্যোৎস্না জলে জ্বলে না বলে
একটি পাউরুটির তাড়না নেই বলে।


আমি সেগুলো নিয়েই লিখবো, আজীবন লিখতে চাই....
চোখ বোজা শব্দ পাপড়িগুলোকে  ছাড়পত্র দেবো।
কবিদের ছেড়ে যাওয়া অপ্রকাশিত শব্দফুল, ভাবনা  দিয়েই–
কবিতা শিরদাঁড়া শক্ত করবো ।



রচনা–বিপ্লব দাস(রাহুল)
৩০ সেপ্টেম্বর ২০২১(বিকেলবেলা)