জীবনের স্বাদ
    বিপ্লব দাস


সময়ের কাজ অসময়ে করলেই
নির্ঘাত সব কিছু ক্ষতি,
পরিপূর্ণভাবে বন্ধ হয় জীবনের গতি।


হিসেবের খাতাটা ভুল অবস্থায়,
সম্ভব প্রশ্ন-উত্তরের খেলায়
আজও মুখ আটকায়।


কেন এত চিন্তা মনে?
তোমার যা কিছু কর্ম , নিচ্ছো  কঠিন ভাবে
জীবনকে বাঁচাও সরল সাবলীল ভাবে
যা-কিছু অতীতের পুরনো কথা
ভুলে যাও, সময়ের তাগিদে।


বিকৃত করো না নিজের স্বাধীনতাকে
জীবনের এক একটা ভাগ
তাহলে সবকিছু অন্যের কাছে,
তোমার খেয়ালটা কি সত্যি মনে আছে?
তোমার চরিত্রে তুমি নায়ক, তুমিই সেরা–
জীবন যেভাবে যায়, যেতে দাও
জীবনের  স্বাদটুকু স্বাধীনতায় নাও।


রচনা– বিপ্লব দাস
কাব্যগ্রন্থ–  'স্বপ্ন '(২০১৭)