"যন্ত্রণার ফুলগুলো"
           বিপ্লব দাস


আমার যন্ত্রণার ফুলগুলো কিনে ফেলুন খুব কম দামে,
যত্ন করে রেখে দিয়েছি ঐ আকাশ খামে।


তুমি যদি আকাশের খাম ছেঁড়া মাঝি হও,
আমি হব হারানো চিঠি বালিকা,
বিষন্নতার গানে গানে বেড়ে উঠবে মনের কলিকা।


এখন সময়ের প্রয়োজনে মানুষ শুধু কাছে থাকে,
ধ্বংসস্তূপের নোটিফিকেশনে ডুবে থাকলেও কেউ কি খোঁজ রাখে?


প্রিয়জনেরও পিপাসা শুধু কবর পর্যন্ত এগিয়ে দেওয়া ,
মন পকেটে দুদিনের জন্য মন খারাপ খুচরা পয়সার মত একটু পাওয়া ।


আমি আমার এই অধরা জীবন নিয়ে অনর্গল হাসবো ,
প্রেমিকার বিচ্ছেদেও বৃষ্টিস্নাত শহরে একা একা ভিজবো।
ব্যালকনির ঠিকানায় ভেবে নেব আমি একা
আমি অন্যরকম বলে তোমায় আশ্বস্ত দেব না
সত্যতার অভিপ্রায় যন্ত্রণা ছাড়া আমার কাছে কিছুই পাবে না।।


রচনা –বিপ্লব দাস
তাং–৮/০৮/২০২২