জৌলুষ
       বিপ্লব দাস


চলে যেতে হয় পাখির মত ঐ দূরে,
ভালোবাসা আছে ওই আকাশ জুড়ে।


নাম না জানা সম্পর্কেও এত ফুলের মত সুবাস ঝরে,
যে শার্টের বোতাম যোগের অনুভূতি ছড়ায়,
সেও বেজে ওঠে বিভেদ সুরে।


ভালোবাসার হদিস করতে যেও না ,
তার জৌলুষ ডানা ঝাপটানো সহ্য করতে পারবেনা ।


দালাল তো খোঁজে তোমার আমার প্রিয় ঠিকানাগুলো, তার আত্মবৃত্তে ওরে না অনুভূতিময় পাখিগুলো।


তবুও আমরা চলে যেতে যেতে বাঁচি
নিখুঁত না হলেও একটা ছবি আঁকি ,
পেরিয়ে যায় এইভাবে কত আমাদের অভিসন্ধির বার্ষিকী।‌


এই ব্যবধান নয় –
মহাজীবনের অপ্রত্যাশিত গান,
দেখবে এই হাওয়া জ্যোতিষকেই রয়ে যাবে তোমার আমার প্রাণ।


রচনা–বিপ্লব দাস
তাং–৯/০৮/২০২২
২৫ শ্রাবণ১৪২৯ (বালুরঘাট,দক্ষিণ দিনাজপুর)