যুগের হাওয়া
         বিপ্লব দাস


যুগের হাওয়া– যুগে খাওয়া,
বদলেছে রে ভাই,
সোজা কথায় মানুষ একটু বেঁকে দাঁড়ায়।


শত ঝঞ্জা বিভীষিকা গ্রাস করলো রাত প্রহরে,
আজ মেলেছে ডানা যত দূরে।
ঝুড়ি ঝুড়ি বিষ খাবার খেয়ে,
টিকটিক  করে চলছে টলোমলো জীবন,
সামনে এগিয়ে আসছে নির্ঘাত মরন।


জ্ঞানাজ্ঞন করেও সবার শূন্য পরিচয়–
জ্ঞানপাপী নাজেহাল ঋণপ্রাপ্ত জগৎ সংসারে,
দিনে দিনে ভুল সেতুর পত্রাবলী গড়েছে অন্ধকারে।।



                 রচনা–   বিপ্লব দাস