কাব্যিক শহরে কবিতার মৃতদেহ
বিপ্লব দাস


যেখানে কবিতার মৃতদেহ হৃদয় কফিনে বন্দী–
আজ মুখ থেকে ধ্বনিত শব্দই বাতাসকে করে অসুস্থ।
হৃদয়ে রসাত্ম আধার নেই।
নাড়ীর স্পন্দনে অন্যরকম কারুকার্য–
শৈশবে মৃত্তিকার কাছে হাজারো নতজানু।
আজ আমাদের জৈব সারের অভাব
সেই জন্যই মন নামক ব্যক্তিটি বড্ড আনাড়ী।


ছিল একসময় কবিতার  স্পর্শময় মৌসুমী ঋতু,
স্ব–স্বরচিত পুষ্পবৃষ্টি,
সন্ধ্যায় জোনাকী জননীর স্বাধীনতার কথা,
ধান ক্ষেতের জীবন্ত গন্ধ,
অশোক স্তম্ভের চব্বিশটি কাব্যিক ঝর্না,
আটপৌরে নারীর ছাপা শাড়ির
সৌন্দর্যও ছিল,
ছিল সেসময় কাব্যিক পৃথিবী।
ক্লান্তির কঠিন শিলা গলে যেত বরফে।


আজ গলির এদিক ওদিক খর আওয়াজ,
কবিতার সুস্থ হৃৎপিন্ড উগ্র আধুনিকে চিরনিদ্রিত।


রচনা –বিপ্লব দাস
তাং–৯/১০/২০২১