"কাল বিকেলে"
       বিপ্লব দাস


আজ এই মুহূর্ত থেকেই রাতভোর প্রস্তুতি নেবো।
প্রিয়তম সন্ধ্যা কাল কথা বলবে, আমায় কথা দিয়েছে।
এখন থেকে আমি ভীষণ অস্থির,
প্রকৃতিরও শিল্পকৃতি আরো  প্রভাময় হয়ে উঠছে,
আমার চারপাশের রুটিন মাফিক সিলেবাস ছিল যা আগে ।
কোনো জন্মেরও এমন নিগূঢ়  উন্মাদনা হয়েছে কি না জানা নেই!
নিজেকে খুব খুব ভালোবাসা দিয়ে ভরিয়ে দিতে ইচ্ছে করছে।


তাই বহুদিন ধরে জংলা ধরা হৃদয় আলমারিটা সুন্দর  সাফ করে,
কিছু রবীন্দ্রনাথ, জীবনানন্দ হুমায়ুনের বই জলের মতো তটস্থ করছি।
এই সব জল শব্দেই সন্ধ্যাকে রং করবো অবলীলায়।
তবুও গুছিয়ে উঠতে পারছিনা।
যেমন কবি মঞ্চ উঠবার পূর্বে কবিতাটা দুই তিনবার আওরে নেই।
তবুও কিছু না কিছু ভুল করে ।
অভিনেতাও মঞ্চে উঠবার মুহূর্তে আয়নায় মুখ দেখে নেয়
তবুও কিছু ভুল থাকেই ।
মুখস্ত পড়া শিক্ষকের কাছে ভুলে যায় ছাত্র।
অযথা ভুল করে নামে বৃষ্টি রোদ্দুরে।


সবার ভুল হয় জীবনে।


আমি ভুল করতে চাইনা।
আজ এই বিপুল রাত্রে অনিদ্রায় কাটিয়ে দেব।
সময়ের সোনালী হাত দুখানি শক্ত করে ধরে বলবো–
কাল বিকেলে আমায় জড়তা দিও না সময় বন্ধু
সন্ধ্যার চরণধুলি ছড়িয়ে যাবে এই শহরে।


অনন্ত কাল তার জন্য জ্বর কমিয়েছি প্যারাসিটামল খেয়ে,
কথা বলবে বলে,
আগাম বার্তাতে  জ্বর সৈন্যদের  সঙ্গে আমার চতুর্থ বিশ্বযুদ্ধ চলবে কাল পর্যন্ত।।
তার কথা গুলিতেই জ্বর  সৈন্য ধ্বংস হবে।
শুধু বিকেলের জন্য অপেক্ষা...


আমি অফিসে ফোন করে  ছুটি নিয়েছি।


শত শত বিকেল গোধূলিতে মন খারাপের ভেজা পাণ্ডুলিপি ,উড়ে যায় বাতাসে।


তাই আজ কোনো ঝামেলা রাখতে চাই না।


কাল বিকেলের জন্য সমস্ত  কর্ম বয়কট...
সন্ধ্যা কথা দিয়েছে আমায়...


রচনা–বিপ্লব দাস
তাং–২৭/০২/২০২২