ক্ষতবিতান
   বিপ্লব দাস


মানুষের ফুলকি ধ্বনি  বড়ই ক্ষত বিতান।
সমস্ত দুনিয়া ঝাঁঝরা হয়ে যেতে থাকে নিঃসন্দেহে।
পৃথিবীর কোথাও এমন ব্যারিকেড বা প্লাকার্ড   লাগানো থাকে না
"এখানে মন উদ্ধারের কাজ চলছে"
আপনারা একটু শান্তভাবে চলা ফেরা করুন।
এমন দৃশ্য  দেখা দুনিয়াজোড়া দুষ্কর ।


এমন পথ ভ্রষ্ট বদনাম পথেই খরচ করাই ভালো।
বাড়ির দরজা খোলার আগেই সমস্ত খরজল বাইরে ছুঁড়ে দাও।
মুখে ঝলমলে হাসি নিয়ে প্রবেশ করো।


বাড়িতে কিছু প্রাণী থাকে
তাদের কাছে অন্যের পাষণ্ড অভিনয় নয়,
হাসি খুশিতে মেশানো নিবিড় মুখগুলো দেখো...


এখানেই দু দন্ড শান্তি।।


রচনা–বিপ্লব দাস
২৬ সেপ্টেম্বর ২০২১