কবিতার ঢেঁকুর
              
             বিপ্লব দাস


নিঃস্ব হতে পারি কবিতার জন্য–
আমার মেদিনী জুড়ে ঘড়ির কাঁটার মত
মনে টিক্ টিক্ করে কবিতা ঘোরে।
কলম চলতে থাকে শুধু বেদনার আবেশে।


ঝড় ওঠে মানুষের মানচিত্রে–                    
    পঙ্কিল ওরে , ঝরে যায় পাতা,
উড়ে যায় কবির কবিতা খাতা।
আমার কলম অশ্রু মেটায় তাদের তৃষ্ণা।।
যে 'কবিতা' কবি– অভিবাদন পাওয়ার কথা ছিল,
কথা ছিল মর্যাদা পাওয়ার–
                         তা পায়নি।
সে কবিতা আজ অন্ধকার পোস্টার হয়ে গেছে।
তবে কী  আমার আঙুল কেটে তোমাদের অনাদরের প্লাবনে ভাসিয়ে দেব?


পৃথিবীতে আছি শুধু নাম মাত্র
              অনাদৃত   কবিতা লিখে।
তবে কেন এত কবিতা – কবিতা নিঃশ্বাস?
                                   বুঝি না !
জন্ম লগ্নে বিধাতা –
'অসুখ' আর 'কবিতা' এই দুটি খাদ্য                
     টুটি চেপে দিয়েছে খাইয়ে।
   আমি কি করবো কবি ?
কবি আজ কবির জন্যই কবিতা লেখে মাত্র
                  পাঠক গেছে হারিয়ে তাই।    
              
পড়লে পড়বেন অর্থহীন, কাব্যহীন, যতিহীন কবিতা।
নেই, নেই লাবন্য নেই আমার কবিতায় ,
কারো বুকে ছ্যাঁৎ  করো ওঠে না আমার কবিতা।


তবুও  প্রতি শ্বাসে কবিতার ঢেঁকুর,
জীবনভর নেই আমার নিস্তার।।


আমার কবিতা যদি ভালো না লাগে–
ওগো কবি ,  পাঠক,  বন্ধু আমার
ছুঁড়ে ফেলে দিতে পরো ডাস্টবিনে।
না হলে আমার কবিতা কবিতা নিঃশ্বাস
কেটে ফেলতে পারো তোমাদের কঠিন বাক্যাস্ত্রে।।
      


                রচনা– বিপ্লব দাস
               ২৩/০৩/২০২১(বুধবার)