কথোপকথন
               বিপ্লব দাস


আজ আমার শহর অচেনা,
                      পৃথিবী অচেনা।
আমার মুখশ্রী আজ অন্ধকার
আমি নেই আর নেই।
জীবনটা নিয়ে  জীবনটা লড়তে।
রামধনুর রাঙ্গা বিকেল,
ধুলোবালি উড়ে যাওয়া
আমার শরীরের উপর দিয়ে।
চিরতরে আজ বন্দী কবরে।


বাঁচতে চেয়েছিলাম–
আমার অজানা পৃথিবীতে আজীবন।
তবুও ঢুকিয়ে নিল মেঘের আড়ালে মেঘ,
তবে এর মানে কি?
আট হাজার  তিনশো পঁচানব্বই দিন
                      বাঁচিয়ে রাখার–
আর তোমার সঙ্গে কথোপকথন
             আজ চিরতরে ঘুমন্ত।
                            
                          রচনা – বিপ্লব দাস
         তাং–৩০ জুলাই ২০১৮(সকাল১১ টা৩০)