কুঁড়ি
        বিপ্লব দাস


আজ কিছু বলার নেই -
নাটকের রঙ্গমঞ্চ  পুরোপুরি বন্ধ ।
নেই কিছু আজ আমার ঝুলিতে
সমস্ত কিছু বিক্রি করেছি। যা-  কিছু সঞ্চিত!


দীন দরিদ্র দুগ্ধপোষ্য শিশু কাঁদে অনাহারে,
আজ ডুবে গেছি নিরাশা আঁধারে।
তিল- তিল করে জমানো কিছু সফলতা-
জীর্ণ দোলনায় দোদুল্যমান;
ব্যর্থ আমি, সত্যিই ব্যর্থ যেন আজ সবই মরীচিকা।


একটুখানি আশা শিশুর রঙিন বিলাসিতার জন্য
জন্মের পর ' মা ' নিয়েছে বিরতি-                                                                                   প্রেয়সী  বিয়োগান্তে বিভাবরী আমায় করেছে বিপর্যস্ত।


আমি পারি - না কচি ফুলটাকে বিনষ্ট করতে -
আমার বেঁচে থাকার তাড়না শুধু তাঁরই জন্য
আমার পৃথিবী শুধু তাঁরই জন্য।


                রচনা - বিপ্লব দাস
         তাং - ০৮/০৮/২০১৭